জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী | Life Changing 30 Bengali Quotes

জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী | Life Changing 30 Bengali Quotes





 শুরুতেই তোমাকে একটা কথা বলি,এই পৃথিবীতে আত্মসম্মান এর থেকে বড়ো কিছু নেই। হ্যাঁ এই পৃথিবীতে আত্মসম্মান এর থেকে বড়ো কিছু নেই।কেউ যদি তোমাকে একবারের জন্যও ছোট করে তাহলে তাকে চিনে রেখে দিও। তার থেকে নিজের দূরত্ব বজায়ে রাখার চেষ্টা করো।কারণ সে প্রশ্রয়ে পেলে একই ভুল বার বার করবে।পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের কাছে কখনোই তুমি ভালো হতে পারবে না। আর তাদের কাছে ভালো হওয়ার চেষ্টা করা টা উচিত নয়ে।স্বার্থের এই পৃথিবীতে স্বার্থপ্পর মানুষ গুলো কে চেনা বড়োই কঠিন।হ্যাঁ যদি জিজ্ঞেস করো এই পৃথিবীতে সব থেকে কঠিনতম কাজ কি? তবে আমি বলবো প্রকৃত মানুষ চেনা, কাছের মানুশ চেনা,আসল মানুষ চেনা,স্বার্থ্যপ্পর মানুষ চেনা।স্বার্থের এই পৃথিবীতে স্বার্থপ্পর মানুষ চেনা অত্যন্ত কঠিন একটা কাজ।প্রিয় ভাই আমার,ছোট্ট বোনটি আমার শোনো বলি তোমাকে,নিজের ছোট ছোট ভুল গুলো থেকে শিক্ষা নিতে শেখো।





নিজের ছোট ছোট ভুল গুলোর প্রতি একটু গুরুত্ব আরোপ করো মনে রেখো একটি ছোট্ট ছিদ্র কিন্তু বিশাল জাহাজ কে ডুবিয়ে দিতে পারে।হ্যাঁ, একটি ছোট্ট ছিদ্র বিশাল জাহাজ কে ডুবিয়ে দিতে পারে।একটু শতর্ক হও।একটু,শতর্ক হও কাছের মানুষ চেনার চেষ্টা করো,প্রকৃত মানুষ চেনার চেষ্টা করো,আপন মানুষ চেনার চেষ্টা করো।মনে রেখো জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমন ই জীবনে খারাপ সময়ে না আসলে কখনো মানুষ চেনা যায় না।তাই জীবনে খারাপ সময় আসাটাও প্রয়োজন। খাড়াপ সময়ে আসা টাও অনেক গুরুত্বপূর্ণ।আমাদের জীবনের খারাপ সময়ে গুলো প্রকৃত মানুষ চিনতে চেষ্টা করো,কাছের মানুষ চিনতে চেষ্টা করো,আপন মানুষ চিনতে চেষ্টো করো।

Post a Comment

0 Comments